আলিপুরদুয়ার ( Alipurduar ) থেকে টোটোপাড়া গামী যাত্রী বোঝাই বাসটি বুধবার দুপুরে মাদারীহাট ব্লকের জামতলা পেরিয়ে শুকনো খটখটে বাংরি নদীর মাঝ বরাবর যেতেই নদীতে চলে আসে হরপা বানের জলস্ত্রোত। জলস্ত্রোতের মাঝখানে আটকে পড়ে যাত্রীসহ বাসটি। চালক ও স্থানীয়দের তৎপরতায় যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন। স্থানীয়রা জানান পাহাড়ে কদিন ধরে টানা বৃষ্টির দরুন এদিন বাংরি নদীতে হরপা বান নেমে আসে। তারা জানান বর্ষার মরশুমে বাংরি নদীতে হরপা বান প্রতিবছর হয় কিন্তু এদিন যেভাবে বান এসেছে তা এর আগে কোনোদিন আসেনি। প্রতি বছর বর্ষায় প্রায় সময় এই বানের কারনে বাইরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টোটোপাড়া। স্থানীয়দের দাবি প্রশাসন এই সমস্যার স্থায়ী সমাধান করুক।
Alipurduar: হরপা বানে নদীর মাঝে আটকে গেলো যাত্রীবাহী বাস, চালক ও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper