মার্চ মাসের তিন (Alipurduar) তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আলিপুরদুয়ার জেলায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের মুখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায় আয়োজিত হলো প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জেলা বিদ্যালয় পরিদর্শক আশাহনুল করিম,জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কনভেনর ভাস্কর মজুমদার সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। ভাস্কর মজুমদার জানান এবছর জেলায় মোট ষাটটি ভেনুতে মোট দশ হাজার একষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে। এদের মধ্যে ছেলে চার হাজার তিনশ পাঁচ জন, মেয়ে পাঁচ হাজার সাতশ ছাপ্পান্ন জন। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হবে। লোড শেডিং এর মোকাবিলা করার জন্য বিদ্যুৎ দপ্তরের দশটি জেনারেটর প্রস্তুত থাকছে। বন পথে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বন দপ্তরেরকর্মীদের সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। বিভিন্ন রুটে সরকারি বেসরকারি ছোট ও বড় বাস থাকছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান জেলাশাসক।
Alipurduar: উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বৈঠক জেলা প্রশাসনের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper