আলিপুরদুয়ার জেলা পুলিশের অধীন বীরপাড়া থানা ও বনদপ্তরের মাদারীহাট রেঞ্জের বন কর্মীদের যৌথ অভিযানে আটক হলো কয়েক লক্ষাধিক টাকা মূল্যের সেগুন কাঠ। জানা গেছে সোমবার গোপনসুত্রে খবর পেয়ে পুলিশ ও বনকর্মীরা অভিযান চালিয়ে বীরপাড়া দলমোড় গারোবস্তি এলাকা থেকে এই কাঠ উদ্ধার হয়। অভিযানকারী দল সূত্রে জানা গেছে অন্যত্র পাচার করার উদ্দ্যেশ্যে কাঠ গুলি জড়ো করেছিলো পাচারকারীরা। তাদের পাচারের আগেই অভিযান চালিয়ে পাচারের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। অভিযানকারী দল পৌঁছানোর আগেই পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ও বন কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছে।
Alipurduar: পুলিশ ও বন কর্মীদের যৌথ অভিযানে আটক কয়েক লক্ষাধিক টাকার বহুমূল্য সেগুন কাঠ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার