জাল নথি (Alipurduar) দেখিয়ে বাংলার আলু ভিন রাজ্যে পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার তিন, বাজেয়াপ্ত আলু বোঝাই দুটি ট্রাক। জানা গেছে সম্প্রতি রাজ্যে আলু ও পেঁয়াজ এর দাম নিয়ন্ত্রনের লক্ষ্যে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মৌখিক নির্দেশ জারী করে জানান বাংলার আলু পেঁয়াজ ভিন রাজ্যে পাঠানো যাবেনা। এই নির্দেশের পর আন্তঃরাজ্য সীমানাগুলিতে পুলিশ কড়া নজরদারি শুরু করে। কুমারগ্রাম ঘেঁষা কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সীরহাট থানার এলাকাধীন অসম বাংলা সীমানার ভাঙ্গাপাকড়ি নাকা চেকিং পয়েন্টে ও পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। এই নাকা পয়েণ্টে সোমবার রাতে পুলিশ আলু বোঝাই দুটি ট্রাক আটক করে আলুর নথিপত্র দেখতে চায়। ট্রাকের চালকরা বিহারের একটি হিমঘরের নথি দেখালে পুলিশ কর্মীদের সন্দেহ হয়। তারা নথিটি যাচাই করে বুঝতে পারে সেটি জাল। এরপর পুলিশ গ্রেপ্তার করে অসমের বাসিন্দা মনোয়ার হোসেন ও কোচবিহার জেলার মারুগঞ্জের বাসিন্দা রূপম গোপ নামে দুই চালককে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা জেরায় জানিয়েছে তারা কোচবিহার জেলার দিনহাটার একটি হিম ঘর থেকে আলু বোঝাই করে অসম নিয়ে যাচ্ছিলো। অসমে প্রবেশের আগেই অসম বাংলা সীমানায় তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় বিহারের জাল নথি। জাল নথির তদন্তে নেমে পুলিশ কুমারগ্রাম থানার সংকোশ থেকে পরিমল বর্মন নামে এক জনকে গ্রেপ্তার করে। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার জানান ধৃতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Alipurduar: জাল নথি দেখিয়ে ভিন রাজ্যে বাংলার আলু পাচার করতে গিয়ে গ্রেপ্তার তিন ,বাজেয়াপ্ত দুটি ট্রাক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper