আলিপুরদুয়ার (Alipurduar) দু’নম্বর ব্লক অফিস থেকে রহস্য জনক ভাবে চারটি মেহগনি গাছ কাটা হয়েছে । আর তাই নিয়ে পথে নামলো আমজনতা । ব্লক ক্যাম্পাস থেকে চারটি পুরনো মেহগনি গাছ কাটা হলেও সেই গাছ কাটার জন্য কোন বনদপ্তরের অনুমতি প্রয়োজন মনে করেননি ব্লক প্রশাসন এমনটাই অভিযোগ জনতার। এদিকে গাছ কাটার পরেই গুঞ্জন শুরু হয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে। এমনকি ব্যবসায়ী সহ আমজনতার মধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। এদিকে যশোডাঙ্গা ব্লক ক্যাম্পাসে চারটি গাছ কাটার ফলে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানিয়েছেন ৩৫ বছরের পুরনো গাছ গুলি কেটে ফেলার ফলে আখেরি ক্ষতি হয়েছে পরিবেশের। রবিবার বন্ধের দিনে কেন গাছ গুলি কাটা হয়েছে সে প্রশ্ন উঠে আসছে আমজনতার কাছ থেকে। এলাকার বাসিন্দারা বলছেন ৩৫ বছরের পুরনো গাছ কেটে ফেলায় তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ চারটি গাছ কাটা হয়েছে ব্লক ক্যাম্পাসে ভূমি সংস্কার দপ্তরের অফিসের পাশ থেকে যার সরকারি বাজার মূল্য কম করে ৫ লক্ষ টাকা। আলিপুরদুয়ার দুই ব্লক ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ রায় জানিয়েছেন বিষয়টি তার জানা নেই। তিনি ঘটনাটি শোনার পরেই বিডিও কে ফোন করেছিলেন। আগামী দিনে তাকে জবাবদিহি করতে হবে গাছ কাটা নিয়ে।
Alipurduar: যশোডাঙ্গা ব্লক অফিসে গাছ কাটা নিয়ে সরগরম রাজনৈতিক মহলে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper