কেন্দ্রীয় মন্ত্রী তথা (BJP) আলিপুরদুয়ার এর বিজেপি সাংসদ জন বারলার লক্ষীপাড়া চা বাগানের বাড়িতে এসে মঙ্গলবার দুপুরে চামুর্চি গ্রাম পঞ্চায়েতের কাঠালগুড়ি চা বাগানের তৃণমূলের বুথ সভাপতি মনোজ রবিদাস ও চামুর্চি অঞ্চল সভাপতির স্বামী কৃষ্ণ লোহার চল্লিশটি পরিবার নিয়ে বিজেপিতে যোগ দিলেন। তারা জানান তৃণমূল নেতৃত্বের দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে এবং নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক কাজে আকৃষ্ট হয়ে তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগ দিলেন। কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা তাদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে নবাগতদের দলে স্বাগত জানিয়ে বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান চামুর্চি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপিকে শক্তিশালী করবে।
john barla BJP: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে চল্লিশটি পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার