Breaking News

Alipurduar: খালি কাঁচের বোতল ভর্তি বস্তার আড়ালে কয়েক কোটি টাকার কাঠ পাচার রুখে দিলেন বন দপ্তরের আধিকারিকগন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: খালি কাঁচের বোতল ভর্তি বস্তার আড়ালে কয়েক কোটি টাকার কাঠ পাচার রুখে দিলেন বন দপ্তরের আধিকারিকগনবন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Alipurduar) আধিকারিকদের অভিযানে ভেস্তে গেলো কয়েক কোটি টাকার কাঠ পাচারের ছক। শুক্রবার সকালে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমতি এলাকায় একত্রিশ /সি জাতীয় সড়কে অসম থেকে শিলিগুড়ি গামী একটি ট্রাক আটক করে তল্লাশী চালান বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকগন। তাদের সাথে ছিলেন অন্যান্য বন কর্মীগন। তল্লাশীতে ট্রাকে থাকা খালি কাঁচের বোতল ভর্তি বস্তার আড়াল থেকে উদ্ধার হয় কাঠের পাটা। জানা গেছে উদ্ধার হওয়া কাঠের মুল্য কয়েক কোটি টাকা। তল্লাশীর সময় ট্রাকের চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। বন দপ্তরের আধিকারিকগন জানান কাঠের চেরাই পাটা গুলি অসম থেকে শিলিগুড়িতে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। উদ্ধার করা কাঠ ও ট্রাক বাজেয়াপ্ত করে নিমতি রেঞ্জ অফিসে রাখা হয়েছে। পলাতক চালকের উদ্দ্যেশ্যে তল্লাশী শুরু করেছেন বন দপ্তরের আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।