শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: কুড়ি লক্ষের অবৈধ কাঠ সহ চৌদ্দ চাকার ট্রেলার বাজেয়াপ্ত করলো বন দপ্তর ,গ্রেপ্তার চালক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: কুড়ি লক্ষের অবৈধ কাঠ সহ চৌদ্দ চাকার ট্রেলার বাজেয়াপ্ত করলো বন দপ্তর ,গ্রেপ্তার চালকবন দপ্তরের (Alipurduar) বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের কর্মীরা কুড়ি লক্ষাধিক টাকার অবৈধ কাঠ সহ একটি চৌদ্দ চাকার ট্রেলার বাজেয়াপ্ত করলো।(Alipurduar) বাজেয়াপ্ত ট্রেলারের চালককে গ্রেফতার করে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। ভল্কা রেঞ্জের রেঞ্জার সোমবার সাংবাদিকদের জানান এই বিপুল পরিমান অবৈধ কাঠ সহ ট্রেলারটি বৃহস্পতিবার একত্রিশ/ সি জাতীয় সড়কের তেলিপাড়া টোল প্লাজা থেকে আটক করা হয়।

ট্রেলারটি অসমের গূয়াহাটি থেকে বিহারের মঝপ্পরপুর যাচ্ছিলো। ট্রেলারটি আটক করে সেদিনই চালককে বন দপ্তরের হেফাজতে নেওয়া হয়। কাঠের কাগজ বা নথি দেখানোর জন্য চালক তিনদিনের সময় চেয়ে নেন। তিনদিন অতিক্রান্ত হলেও ট্রেলারে থাকা কাঠ বা কাঠ পরিবহনের কোনো বৈধ নথি চালক বন দপ্তরকে পেশ করতে পারেননি। একারনেই কাঠ সহ ট্রেলারটি বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করা হয় এবং আদালতে পেশ করা হয়। চালকের নাম রামচরন, উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন রেঞ্জার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।