বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Alipurduar: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থী ও এক পরীক্ষার্থীর মা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থী ও এক পরীক্ষার্থীর মাআলিপুরদুয়ার (Alipurduar) দুই নম্বর ব্লকের মজিদখানা হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে টোটেম করে বাড়ি ফিরছিলো দুই পরীক্ষার্থী ও এক পরীক্ষার্থীর মা। একত্রিশ /সি জাতীয় সড়কের শামুকতলা রোড পুলিশ ফাঁড়ির কাছে একটি ছোট গাড়ি টোটোটিকে পেছন থেকে ধাক্কা মারলে টোটো থেকে তিন জন ছিটকে পড়ে যান। সাথে সাথে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের যশোডাঙ্গা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসার পর তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে পরীক্ষার্থী দুজন চেপানি হাই স্কুলের ছাত্রী। আহতদের নাম পায়েল পন্ডিত, সীমা খাড়িয়া ও ফুলমালা পন্ডিত। পুলিশ টোটো সহ অপর গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।