প্রতিবছর সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখ দেশ জুড়ে পালিত হয় পুষ্টি সপ্তাহ। পুষ্টি সপ্তাহের শেষ দিনে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শামুকতলা ও কোহিনূর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে উদযাপিত হল পুষ্টি সপ্তাহ। অঙ্গনওয়াড়ী সুপারভাইজার মিতালি বর্মন জানান এদিন শিশু স্বাস্থ্য, শিশু পুষ্টি, গর্ভবতী মায়েদের পুষ্টি, ঘরোয়া খাদ্যের ক্যালরি, বয়ঃ সন্ধিকালে সতর্কতা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে শিশু ও গর্ভবতী মায়েদের সুস্থ থাকা, শিশু স্বাস্থ্য ও শিশু সাথী প্রকল্প এবং চিকিৎসা পরিষেবা বিষয়ে আলোচনা করেন একটি অসরকারি সংগঠনের আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের কো – অর্ডিনেটর অসিত শিকদার। উপস্থিত ছিলেন দুই গ্রাম পঞ্চায়েত এলাকার গর্ভবতী মায়েরা, শিশু ও কিশোরীরা, আশা ও অঅঙ্গনওয়াড়ী কর্মীরা।
Alipurduar: জাতীয় পুষ্টি দিবস উদযাপন শামুকতলা ও কোহিনূর গ্রাম পঞ্চায়েত এর বিভিন্ন এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper