বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Alipurduar: পানীয় জলের সমস্যায় ভুগছেন দুই শতাধিক পরিবার

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পানীয় জলের সমস্যায় ভুগছেন দুই শতাধিক পরিবার পানীয় জলের (Alipurduar) সমস্যায় ভুগছেন দুই শতাধিক পরিবার। ‌বর্ষা শুরু হয়ে গেলেও পানীয় জলের কুপ গুলি শুকিয়ে রয়েছে এখনো। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের তুরতুরি মিশন কলোনী এলাকায় একটি মাত্র পানীয় জলের কল থেকে জল সংগ্রহ করছেন দুই শতাধিক পরিবার ।‌এমনটাই দেখা গেল মঙ্গলবার ওই এলাকায় গিয়ে। ‌থালা-বাসন ধোয়া থেকে শুরু করে স্নান করার জন্য একটি কুয়া রয়েছে। ‌ তবুও কুয়ার জল কম করে ৪০ ফুট নীচে। গত কুড়ি বছর ধরে এই সমস্যা রয়েছে ওই এলাকায়। প্রতি বছর চৈত্র মাসে সরকারি ভাবে জলের ট্যাঙ্ক এনে ওই এলাকায় জলের সমস্যা সমাধান করা হয়। ‌ কিন্তু এবার আর এই সমস্যা সমাধানের জন্য সরকারি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ‌ মিশন কলোনীর মধ্যবর্তী স্থানে কালী মন্দিরের সামনে একটি মাত্র পানীয় জলের কলে জল নেওয়ার জন্য লাইন লাগে সাধারন বাসিন্দাদের। ভোট আসলেই রাজনৈতিক নেতারা পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন । কিন্তু সমস্যার সমাধান হয়নি এখনো। ‌ সরকারিভাবে বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য এখনো পুরো গ্রামে পাইপ বসানো হয়নি। তুরতুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের ট্যাংক তৈরি হলেও সেই জলও পাচ্ছেন না ওই এলাকার বাসিন্দারা। ‌ পানীয় জলের সমস্যা কবে মিটবে তা জানেন না ওই এলাকার গৃহবধূ বুলবুলি বসু কিংবা গোলোরিয়া টোপ্পো।‌ এলাকার পঞ্চায়েত সদস্য মল্লিকা বিশ্বাস জানিয়েছেন পানীয় জলের সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে জানানো হয়েছে।‌তুরতুরি গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা দাস জানিয়েছেন গভীর নলকূপ বসানোর পরেও চৈত্র মাসে জল পাওয়া যায় না। জলের ট্যাঙ্ক বসানো হয়েছে খুব শীঘ্রই বাড়ি বাড়ি সংযোগ দিয়ে জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।