চুরির ঘটনা ( Alipurduar) বেড়ে চলেছে আলিপুরদুয়ার থানার অধীন বিভিন্ন এলাকাগুলোতে। আলিপুরদুয়ার থানার সলসলাবাড়ী ডাঙ্গাপাড়া এলাকায় বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনার তদন্ত করতে ডাঙ্গাপাড়া এলাকায় এসেছেন আলিপুরদুয়ার জেলা পুলিশ। জেলা শহরের বিভিন্ন এলাকায় দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা উৎপল দাসের বাড়ি থেকে লক্ষাধিক টাকা সহ সোনার গহনা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও জানা গেছে ঘরের পেছনের জানালা ভেঙ্গে দুষ্কৃতীরা ঘরে ঢুকে তছনছ করে। একটি বেসরকারি সূত্রে জানা গেছে আলিপুরদুয়ার থানার সলসলাবাড়ী ডাঙ্গাপাড়া সহ ৩১ নম্বর জাতীয় সড়কের গঙ্গা বাড়ি সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী থেকে শুরু করে মাদক সেবনকারীদের আনাগোনা অনেকটাই বেড়ে গেছে গত কয়েক দিনে। এই চুরির সঙ্গে মাদক সেবনকারীরা জড়িত রয়েছেন কিনা তা নিয়ে জল্পনা চলছে এলাকায়।
Alipurduar: সলসলাবাড়ী ডাঙ্গাপাড়া এলাকায় সোনার গহনা সহ লক্ষাধিক টাকা চুরি
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার