শামুকতলা হাটের (Alipurduar)একটি গাছ কাটা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। ইজারাদার লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে রবিবার বেলা একটা নাগাদ। শামুকতলা লাল বাজারে একটি সেগুন গাছ ছিল। সেই গাছটি কেটেছেন ওই এলাকার এক ব্যক্তি। সরকারি জমি থেকে গাছ কেটে হাপিস করার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শামুকতলা থানায়। আলিপুরদুয়ার জেলা পরিষদের অধীনে থাকা শামুকতলা হাটের বেহাল অবস্থা অনেকদিন ধরেই। হাটের জায়গা কেনাবেচা চলছে রম রমিয়ে। আইনের কোন বালাই নেই । দখল হয়ে যাচ্ছে সরকারি জায়গা কিন্তু প্রশাসনিক কর্তারা কোন রকম ব্যবস্থা গ্রহণ করছেন না। রবিবার অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত করতে ওই এলাকায় যায়। তবে তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তর নাম গোপন রেখেছে।
Alipurduar: শামুকতলা হাটে গাছ কাটা কে কেন্দ্র করে উত্তেজনা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার