ডাম্পার কে অতিক্রম করতে গিয়ে কোন বাসকে ধাক্কা মারলো বালি বোঝাই ট্রাক। ঘটনায় শোরগোল পড়ে গেছে আলিপুরদুয়ার শহর সংলগ্ন এলাকায়। বালি বোঝাই ট্রাকের সঙ্গে একটি বেসরকারি স্কুল বাসের সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের শোভাগঞ্জ এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক বেলা দুটো নাগাদ। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই আলিপুরদুয়ার জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে গাড়িতে থাকা ছাত্রদের উদ্ধার করে। সেখান থেকে খুদে ছাত্রদের বাড়ি পৌঁছে দেয় ট্রাফিক পুলিশ। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে বালি বোঝাই ট্রাক আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। অন্যদিকে স্কুলের ছাত্র নিয়ে স্কুল বাসটি নোনাই এলাকার দিকে যাচ্ছিল। দুটি গাড়ির পাশাপাশি সংঘর্ষে স্কুল বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়েছে এমন খবর প্রকাশ হতেই জনতার ভিড় জমে ঘটনাস্থলে।
Alipurduar: স্কুল বাসের সঙ্গে সংঘর্ষ ট্রাকের ,উত্তেজনা আলিপুরদুয়ারে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার