শামুকতলা গ্রাম পঞ্চায়েতের (Alipurduar) গারোখুটা এলাকায় তুরতুরি নদীর উপর বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়েক হাজার কৃষক। বৃহস্পতিবার ওই এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে সেচ দপ্তরের পক্ষ থেকে কয়েকদিন আগে নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল। নদীতে বাঁধ দিয়ে জল আটকে সেই জল স্লুইস গেটের মাধ্যমে ক্যানেলের মাধ্যমে চাষিরা তাদের জমিতে জলসেচ হিসেবে ব্যবহার করত। গত চার বছর ধরে বাঁধ ভেঙ্গে গেছে। এর ফলে কয়েক হাজার কৃষক উৎপাদিত ফসল গড়ে তুলতে পারছেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আন্দোলন হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। নিজেদের উদ্যোগে বাঁধ নির্মাণ করেছিলেন কিন্তু টিকসই হয়নি। গত কয়েকদিন আগে সেচ দপ্তরের পক্ষ থেকে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল । কিন্তু বাঁধ নির্মাণের পরিকল্পনা ভুল থাকার দরুণ ঠিকাদার সংস্থা কাজ শুরুর পরেও কাজ বন্ধ করে চলে গেছেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে সেচের জল না থাকায়। এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান আজেন মিনজ জানিয়েছেন কলকাতা থেকে নতুন করে বাঁধ তৈরির শিডিউল না আসা পর্যন্ত নির্মাণ কাজ শুরু হচ্ছে না। অন্যদিকে এলাকার বাসিন্দা ষ্টিফেন টুডু জানিয়েছেন বর্ষার প্রাক্কালে নদীর উপর বাঁধ আদৌ নির্মাণ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বর্ষার প্রাক মুহূর্তে তুরতুরি নদীর উপর বাঁধ নির্মাণ না হলে এবারও কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবেন না।
Alipurduar: সেচের জলের অভাব ,অসহায় কয়েক হাজার কৃষক
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার