বাংলা নববর্ষের(Alipurduar)দিন আলিপুরদুয়ার জেলার দক্ষিণ পারোকাটার রাভা পাড়ায় সৌর বিদ্যুৎ চালিত উচ্চ বাতি স্তম্ভের উদ্বোধন করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। এদিন বাতিস্তম্ভের উদ্বোধন করে বিধায়ক জানান বিধায়ক তহবিলের সাত লক্ষ ছাব্বিশ হাজার টাকা ব্যয়ে এই বাতি স্তম্ভটি নির্মান করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে এই বাতি স্তম্ভটি নির্মান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।
Alipurduar: সৌর বিদ্যুৎ চালিত উচ্চ বাতি স্তম্ভের উদ্বোধন করলেন বিধায়ক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার