ষট পুজো নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে এক প্রশাসনিক বৈঠক হয়। কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ষট পুজোর আয়োজকগন। কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি পালদেন শেরপা এই বৈঠকের উদ্যোক্তা। তিনি জানান মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যেই এদিনের বৈঠক।
Alipurduar: ষট পুজো নিয়ে বৈঠক করলেন কামাক্ষ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার