আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বিবেকানন্দ ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী শ্যামা পুজো উপলক্ষ্যে তেরো দিন ব্যাপী মেলার উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। মঙ্গলবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করে সভাধিপতি জানান তেপ্পান্ন বছর ধরে চলা এই মেলা এলাকাবাসীর আবেগ। ক্লাব সভাপতি অশ্বিনী কুমার রায় ও ক্লব সঅম্পাদক শঙ্কর কুমার ঘোষ জানান ঊনিশ শ সত্তর সালে সাত ফুট উচ্চতার প্রতিমা দিয়ে সূচনা হয়েছিল এই পুজো ও মেলার। তখন পুজো ও মেলা অনুষ্ঠিত হতো অন্যত্র। ঊনিশশ বাহাত্তর সালে মেলা স্থানান্তরিত হয় বারোবিশা উচ্চ বিদ্যালয়ের মাঠে। তখন থেকে মেলা বিদ্যালয় মাঠে এবং পুজো বিদ্যালয়ের বিপরীত দিকে ক্লাবের নিজস্ব গৃহের পাশে অনুষ্ঠিত হচ্ছে। মেলার অন্যতম আকর্ষন একত্রিশ ফুট উচু শ্যামা কালীর মূর্তি। মেলায় বিভিন্ন প্রদর্শনী, রকমারী দোকান পাট থাকছে। সর্বোপরি মেলার প্রধান আকর্ষন মুক্তমঞ্চে আয়োজিত বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা , সসঙ্গীতানুষ্ঠান। মঙ্গলবার এই মুক্তমঞ্চের উদ্বোধন করেন আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। ক্লাব কর্তৃপক্ষ মেলার পাশাপাশি দুস্থদের কম্বল দান, রক্তদান শিবির আয়োজিত করে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্ত্তী, কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা , কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Alipurduar: বারোবিশা বিবেকানন্দ ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী শ্যামা পুজো মেলার উদ্বোধন করলেন সভাধিপতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper