শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Drinking water problem Alipurduar: তীব্র গরমে পানীয় জল সংকট আলিপুরদুয়ারের বিভিন্ন গ্রামে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Drinking water problem Alipurduar: তীব্র গরমে পানীয় জল সংকট আলিপুরদুয়ারের বিভিন্ন গ্রামেআলিপুরদুয়ার (Alipurduar) দুই নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েত এলাকার নুরপুর, বেলতলা, বিশ্বাসপাড়া, মিশনপাড়া, কার্তিকা সহ বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। (Alipurduar) প্রচন্ড গরমে ভূ-গর্ভস্থ জলস্তর নীচে নেমে যাওয়ায় শুকিয়ে গিয়েছে পানীয় জলের অগভীর নলকূপ, কূয়ো গুলি।

সাধারন মানুষের বাড়িতে থাকা এই কূয়ো বা অগভীর নলকূপ গুলোই ছিল এলাকাবাসীর পানীয় জলের উৎস। ফলে এই জল সংকট বলে জানান বাসিন্দারা। তারা আরও জানান প্রতি বছর গরমের সময় এলাকাগুলোতে পানীয় জলের সংকট দেখা দিলেও সমস্যা নিরসনে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস জানান গত বছর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহায়তায় কয়েকটি গভীর নলকূপ বিভিন্ন এলাকায় বসানো হয়েছিলো কিন্তু প্রয়োজনের তুলনায় তা নগন্য।

পরিস্থিতি খতিয়ে দেখে এবছর আরও গভীর নলকূপ বসানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ বাড়ি বাড়ি নল বাহিত পানীয় জল পৌঁছে দেবার জন্য সরকারি জলস্বপ্ন প্রকল্পের কোনো উদ্যোগ এলাকায় নেওয়া হয়নি। তুরতুরি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান বিষয়টি প্রশাসনিক আধিকারিকদের নজরে আনা হয়েছে। আপাতত আলিপুরদুয়ার পৌরসভা ও জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে পৌরসভার এবং কার্তিকা চা বাগান এর ট্যাংকার এর সাহায্যে বিভিন্ন এলাকায় পানীয়জল সরবরাহ করা হচ্ছে। খুব শীঘ্রই পানীয়জল সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।