রবিবার রাত আনুমানিক (Alipurduar) দুই টার সময় এক ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বাণিজ্য কেন্দ্রের সাতটি দোকান, আংশিকভাবে পোড়ে আরও দুটি দোকান।(Alipurduar) বারোবিশা বানিজ্য কেন্দ্রে একটি দোকানে থাকা দোকানদার রাতে প্রস্রাব করার জন্য বাইরে বেরিয়ে আগুন দেখতে পেয়ে বারোবিশা দমকল কেন্দ্রে খবর দেন। দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা গেছে প্রবল বৃষ্টিপাত ও দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
বারোবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা জানান আগুন নিয়ন্ত্রনে আসায় বাণিজ্য কেন্দ্রের অন্যান্য দোকানগুলি রক্ষা পেয়েছে তা না হলে বিরাট বিপর্যয় ঘটে যেতে পারতো। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে দুটি কাপড়ের দোকান, একটি জুয়েলারি দোকান, একটি কাঠের আসবাবপত্রের দোকান, দুটি বিবিধ যন্ত্রপাতি বিক্রির দোকান, একটি জুতোর দোকান। আংশিকভাবে পূড়ে যাওয়া দোকান দুটি বিবিধ সামগ্রী বিক্রির দোকান। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানান সর্বমোট ক্ষতির পরিমান আশি থেকে নব্বই লক্ষ টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকল কর্মীদের।