শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: এথলেটিক্স একাডেমির বারোজন কৃতি খেলোয়াড় কে সম্বর্ধনা দিলেন জেলা পুলিশ সুপার

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার, এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মুখ এর যৌথ উদ্যোগে গড়ে তোলা এথলেটিক্স একাডেমির বারোজন কৃতি খেলোয়াড় কে সম্বর্ধনা দিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। পিছিয়ে পড়া এলাকার শিশুদের ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষন দিয়ে প্রতিভা অন্বেষন এর লক্ষ্যে গড়ে তোলা এই একাডেমির বারোজন কৃতি খেলোয়াড় রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। এই বারোজন খেলোয়াড় কে খেলার জুতো, জার্সি ও খেলার সরঞ্জাম দিয়ে সম্বর্ধিত করেন জেলা পুলিশ সুপার। একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়ে জানান খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যেই তার এই উদ্যোগ। পাশাপাশি তিনি একাডেমীর পাশে থেকে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।