শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Alipurduar: প্রজাপতি মুক্তির মাধ্যমে বন মহোৎসব এর শুভ সুচনা হলো আলিপুরদুয়ার জেলায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

” অরণ্যের সুর্যোদয়, সৃষ্টি ভোরের সুর্যোদয় ” এই স্লোগান কে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় সারা রাজ্যে চৌদ্দই জুলাই থেকে শুভ সূচনা হল বন মহোৎসব। তারই অঙ্গরূপে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে প্রজাপতি মুক্তির মাধ্যমে শুভ সূচনা করা হল আলিপুরদুয়ার জেলা জুড়ে বন মহোৎসব পালনের। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, বক্সা বন বিভাগের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন, বক্সা পূর্ব বিভাগের সহকারী ক্ষেত্র অধিকর্তা জিজু জাসউইন বক্সা পশ্চিম বিভাগের সহকারী ক্ষেত্র অধিকর্তা পারভিন কাশওয়ান, জলদাপারা বনবিভাগের ডি এফ ও দীপক এম, সমাজসেবী প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ মাহালি সহ বিশিষ্টজনেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।