শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Bhanubhakta Acharya’s 208th Birth Anniversary Alipurduar: নেপালি ভাষায় রামায়ণ রচয়িতা আদি কবি ভানু ভক্ত আচার্যের দুশো আট তম জন্ম জয়ন্তী উদযাপন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার জেলার জয়গাঁ ও কুমারগ্রামের নিউ ল্যান্ডস চা বাগানে মহা সমারোহে উদযাপিত হল নেপালি ভাষায় রামায়ণ রচয়িতা আদি কবি ভানু ভক্ত আচার্যের দুশো আট তম জন্ম জয়ন্তী। কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগানে গোর্খা ছাত্র সংগঠন এর উদ্যোগে বুধবার উদযাপিত হয় আদি কবি ভানু ভক্তের জন্ম জয়ন্তী। পাশাপাশি জেলার ভুটান সীমান্তের জয়গাঁ শহরের জি এস টি মোড়ে খোকলা বস্তিতে গোর্খা ভবন প্রাঙ্গনে বুধবার এই মহান কবির জন্ম জয়ন্তী উদযাপিত হয় জয়গাঁ এক নম্বর ও জয়গাঁ দুই নম্বর এবং দলসিংপারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এদিন জি এস টি মোড়ে কবি ভানু ভক্তের একটি পূর্নাবয়ব মুর্তির আবরন উন্মোচন করা হয় এবং জি এস টি মোড়ের নামকরণ করা হয় কবির নামে ভানু মোড়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিক বরাইক, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, এস জে ডি এ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, সমাজসেবী প্রকাশ চিক বরাইক, বিনোদ মিঞ্জ, বীরেন্দ্র বারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।