শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Alipurduar: উত্তরবঙ্গ জুড়ে চলছে দাবদাহ, অসুস্থ হয়ে পড়ছে স্কুলে আসা ছাত্র ছাত্রীরা, অভিভাবকদের দাবি ছুটির

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

গরমে নাক দিয়ে রক্ত পড়ছে স্কুলে আসা এক ছাত্রের

দু সপ্তাহের বেশী সময় ধরে উত্তরবঙ্গে নেই বৃষ্টি, প্রতিদিন বেড়েই চলেছে তাপমাত্রা। প্রচন্ড দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে স্কুলে আসা ছাত্র ছাত্রীরা। কেউ প্রচন্ড গরমে বমি করছে, কেউ মুর্ছা যাচ্ছে আবার অনেক শিশু শিক্ষার্থীর নাক দিয়ে রক্ত পড়ছে। এই অবস্থায় নাজেহাল স্কুল গুলির শিক্ষক শিক্ষিকারা। ছাত্র ছাত্রীদের পরিচর্যা করতেই তারা ব্যস্ত। কোচবিহার জেলার দিনহাটা কলেজে পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে উত্তরপত্র জমা দিতে গিয়ে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক ছাত্রীর। এই পরিস্থিতিতে অভিভাবক মহল থেকে দাবী উঠেছে স্কুলে ছুটি ঘোষনার। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা এলাকার একটি স্কুলের কয়েকজন অভিভাবক বলেন এর আগে দক্ষিণবঙ্গে প্রচন্ড গরম পড়ায় রাজ্য সরকার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি ঘোষণা করে কিন্তু তখন উত্তরবঙ্গে গরম ছিলনা। সরকারি ঘোষনা অনুসারে উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান গুলিও ছুটি দিয়ে দেওয়া হয়। তাহলে এখন উত্তরবঙ্গে প্রচন্ড গরমে কেন ছুটি ঘোষণা করছেনা রাজ্য সরকার এই প্রশ্নে সরগরম অভিভাবকরা। তাদের দাবি স্থানীয় প্রশাসন রাজ্য সরকারকে আবেদন জানাক ছুটি ঘোষণার জন্য। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান ছুটি ঘোষণার এক্তিয়ার রাজ্য শিক্ষা দপ্তরের তারা সিদ্ধান্ত নেবেন ছুটি দেওয়ার ব্যাপারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।