কলকাতায় (Amit shah) এসে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে চাকরি চুরি থেকে শুরু করে রেশন দুর্নীতির অভিযোগ কে সামনে এনে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নামে কটাক্ষ ছুঁড়ে দেন অমিত শাহ। তিনি এদিন স্পষ্ট ভাষায় জানান রাজ্য সরকার দুর্নীতিতে ডুবে । এদিন অমিত শাহ এও বলেন , মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে , মন্ত্রীরা এজন্য জেল ও খেটেছেন। দুর্নীতি জর্জরিত পশ্চিমবঙ্গ কে দেখতে বাংলার মানুষ তিতিবিরক্ত। তিনি এও দাবি করেন আগামী ১৫ এপ্রিলের পর বিজেপি সরকার আসছে ।
Amit Shah: দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব অমিত শাহ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper