Breaking News

Amta:আমতা থেকে জল সরাতে পাম্প সেট বসানো হল

রিপোর্ট : সন্দীপ মজুমদার , এই যুগ, হাওড়া

Amta:আমতা থেকে জল সরাতে পাম্প সেট বসানো হলআমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে (Amta) এবং সেচ দপ্তরের পক্ষ থেকে আমতা সেহাগড়ীর কাছে শর্টকাট চ্যানেলের বাঁধে বেশ কয়েকটি পাম্প সেট বসিয়ে আমতা-২ নম্বর ব্লকের বন্যা দুর্গত এলাকা থেকে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।