আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে (Amta) এবং সেচ দপ্তরের পক্ষ থেকে আমতা সেহাগড়ীর কাছে শর্টকাট চ্যানেলের বাঁধে বেশ কয়েকটি পাম্প সেট বসিয়ে আমতা-২ নম্বর ব্লকের বন্যা দুর্গত এলাকা থেকে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
Amta:আমতা থেকে জল সরাতে পাম্প সেট বসানো হল
রিপোর্ট : সন্দীপ মজুমদার , এই যুগ, হাওড়া