Breaking News

BAROBISHA BALIKA VIDYALAYA (H.S.): বারোবিশা বালিকা বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী বর্ষের দুদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

BAROBISHA BALIKA VIDYALAYA (H.S.): বারোবিশা বালিকা বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী বর্ষের দুদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বালিকা বিদ্যালয়ের (উচ্চতর মাধ্যমিক) সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হলো সোমবার। ছাব্বিশে সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিন। এই শুভ দিনেই সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এদিন সকাল নয়টায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে ছাত্রী, প্রাক্তন ছাত্রী, শিক্ষিকা, শিক্ষাকর্মী, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্যদের একটি বর্নাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় ছিল চারটি সুসজ্জিত ট্যাবলো। বারোবিশা চৌমাথায় ছাত্রীদের দ্বারা প্রদর্শিত হয় নাচ। শোভাযাত্রা স্কুলে ফেরত যাবার পর পঞ্চাশটি বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের শুরু হয়। পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরন উন্মোচন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, মূর্তিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রাক্তন ও প্রয়াতা প্রধান শিক্ষিকার পুত্র রশ্মিদীপ্ত বিশ্বাস যিনি তার মায়ের স্মৃতিতে মুর্তিটি দান করেছেন। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সুবর্ণ জয়ন্তী মঞ্চের উদ্বোধন করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মৃদুল গোস্বামী ও অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বেলা দাস। সারাদিন ব্যাপী মঞ্চে অনুষ্ঠিত হয় স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে থাকছে বিভিন্ন অনুষ্ঠান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তপতী সরকার জানান সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আন্ত বিদ্যালয় কাবাডি প্রতিযোগিতার পাশাপাশি আন্ত বিদ্যালয় ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ে চিত্র ও বিজ্ঞান প্রদর্শনীর ও আয়োজন করা হয়েছে। অভিভাবক অভিভাবিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা লাভ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।