শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Manoj Tiwary: ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির আহবানে শিবপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী অনুষ্ঠান

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Manoj Tiwary: ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির আহবানে শিবপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী অনুষ্ঠানআজ শিবপুর বিধানসভার বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির আহবানে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান । কয়েক হাজার তৃণমূল সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান ।এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন হাওড়ার সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় , যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র এবং অন্যান্য নেতৃত্বরা । এই অনুষ্ঠান থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে হাওড়া শিবপুর বিধানসভায় এই প্রথম একজন মন্ত্রী পেয়েছে হাওড়ার শিবপুর বিধানসভার মানুষরা এতে তিনি বেজায় খুশি । এই অনুষ্ঠান থেকে মনোজ তিওয়ারি জানালেন নিজেদের মধ্যে অনেক মানুষদলের প্রতি এবং তার প্রতি বিক্ষুব্ধ হয়ে রয়েছে । তিনি সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন যারা তার বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে বিভিন্ন রকম কার্যকলাপ করছে তাদের তিনি এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেননি । তিনি আরো বলেন এইসব মানুষগুলোকে তিনি দলে আর প্রশ্রয় দেবেন না । তার এই কথা শুনে দলীয় কর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানালেন ।তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন এই মানুষগুলো থেকে সতর্ক থাকতে হবে বলে জানালেন শিবপুর বিধানসভার বিধায়ক মনোজ তেওয়ারি মহাশয় । তিনি অনুষ্ঠানে বুথ লেভেলের সমস্ত কর্মীকে সম্বর্ধনা দিয়ে স্বাগত জানালেন ,তারপর নাচ গান ও মিষ্টিমুখ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করলেন ।এই অনুষ্ঠানে কর্মী সংখ্যা ছিল চোখে পড়ার মতো ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।