বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে ময়লাখোলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। বেলঘড়িয়া থানার টহলরত পুলিশ শুক্রবার ভোরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১১ কেজি সোনা উদ্ধার করেছে। সেইসঙ্গে ১১ টি মোবাইল ফোনও পুলিশ বাজেয়াপ্ত করেছে। গাড়ির চালক-সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম নেতাজি রাজরাম পাওয়ার, ময়ূর মনোহর পাতিল, গণেশ চৌহান ও সুরজিৎ মুখার্জি। খড়দার বাসিন্দা ধৃত সুরজিৎ মুখার্জি গাড়ি চালক। বাকি তিনজন বেদিয়া পাড়ার বাসিন্দা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অজয় প্রসাদ জানান, বেআইনিভাবে বিপুল পরিমাণ সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। কোথা থেকে কোথায় সোনা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Barrackpore: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে ময়লাখোলা এলাকায় গাড়ি থেকে উদ্ধার ১১ কেজি সোনা, ধৃত ৪
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper