Breaking News

Barrackpore: ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ রোগীকে মারধোর করার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ রোগীকে মারধোর করার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে
barrackpore-allegations-of-beating-up-a-sick-patient-in-a-private-hospital-in-barrackpore-were-made-against-the-security-guards-west-bengal-india-ei-yugব্যারাকপুর ওভারব্রিজ সন্নিহিত একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ রোগীকে মারধোর করার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। শনিবার রাতের ঘটনা। জানা গিয়েছে, জগদ্দল মেঘনা মোড় এলাকার বসিন্দা ৪৬ বছরের রঞ্জিত কুমার সিং বা পায়ে লাগানো প্লেটজনিত সমস্যার কারনে গত ১৬ নভেম্বর ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৮ নভেম্বর তাঁর বা পায়ে অপারেশন হয়। অভিযোগ, শনিবার রাতে খাবার খাওয়ার সময় রঞ্জিত বাবু নার্সদের কাছে জল চান। কিন্তু গল্পে মশগুল কর্তব্যরত নার্সরা এতে বিরক্ত বোধ করেন। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলাকালীন নিরাপত্তারক্ষীরা ছুটে এসে অসুস্থ রঞ্জিত বাবুকে মারধোর করেন। সৌভাগ্যবশত, ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতে হাসপাতালে উপস্থিত হন তাঁর পিতা হরি গোবিন্দ সিং। তিনি কোনওক্রমে ছেলেকে রক্ষা করেন। রবিবার রোগীর পরিবারের তরফে টিটাগড় থানায় ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে টিটাগড় থানার পুলিশ। যদিও এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।