শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নৈহাটি থানায় এফ আই আর দায়ের বিজেপি নেতৃত্বের

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নৈহাটি থানায় এফ আই আর দায়ের বিজেপি নেতৃত্বের barrackpore-bjp-leadership-filed-an-fir-at-barrackpore-naihati-police-station-protesting-the-attack-on-workers-westbengal-india-eiyugডেঙ্গু নিয়ে বিজেপির ডেপুটেশন ঘিরে শুক্রবার ধুন্ধুমার কান্ড ঘটেছিল নৈহাটিতে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বেলায় নৈহাটি থানায় গিয়ে বিজেপি নেতৃত্ব সনাক্তকারী তৃণমূলের বেশ কয়েকজনের বিরদ্ধে এফ আই আর দায়ের করেন। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতারা। এদিন থানায় হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার সম্পাদক পল্লব কান্তি দাস ও অফিস সম্পাদক প্রণব মন্ডল। তৃণমূল পাল্টা দাবি করেছে, বিজেপি কর্মীদের আক্রমণে তাদের ৮-৯ জন কর্মী আহত হয়েছেন। তৃণমূলের তরফেও থানায় পাল্টা অভিযোগ দায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ডেপুটেশন ঘিরে গন্ডগোলে আক্রান্ত বিজেপি কর্মী জিনিয়া চক্রবর্তী, অনিন্দিতা সরকার, তন্দ্রা ঘোষ, রূপসা সেনগুপ্ত ও শ্যামল দাস গুরুতর জখম অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন। এদিন বিজেপির পক্ষ থেকে পুরমাতা কাজল দে, ফুলকলি চ্যাটার্জি, পরিতোষ সাহা-সহ আটজনের বিরুদ্ধে নৈহাটি থানায় এফ আই আর দায়ের করা হয়। বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি ও যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে তৃণমূল। হামলায় মোট ২০ জন দলীয় কর্মী আহত হয়েছেন। হামলায় জড়িতদের গ্রেপ্তার না করা হলে, তারা নৈহাটিতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি করবে। সেই কর্মসূচিতে হাজির থাকবেন রাজ্যের শীর্ষনেতৃত্ব। পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি সনৎ দে বলেন, বিক্ষোভকারীরা প্রথমে আক্রমন করেছে। ওদের হামলায় বেশ কয়েকজন দলীয় কর্মী জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রমণকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।