বহু বছর ধরে বন্ধ বরানগর নৈনান পাড়ায় বেঙ্গল ইমিউনিটি নামক কেন্দ্রীয় সরকার অধিকৃত ওষুধ তৈরির কারখানা। বৃহস্পতিবার খুব সকালে হঠাৎ ওই পরিত্যক্ত ঔষধের কারখানার ভেতরে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় মানুষজনের অভিযোগ, দুষ্কৃতীরা ওই বন্ধ কারখানায় যন্ত্রাংশ চুরি করতে এসে আগুন লাগিয়ে দেয়। এই নিয়ে ছয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম্যে রোধে পুলিশ উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। নৈনান পাড়ার প্রবীণ মানুষজনের বক্তব্য, ১৯১৯ সালে গড়ে উঠেছিল জীবনদায়ী ওষুধ তৈরির কারখানা। কিন্তু ১৯৭০ সালের পর থেকেই কারখানাটি ধুঁকতে শুরু করেছিল। পরবর্তীতে আর্থিক সংকটের দরুন কারখানাটি চিরতরে বন্ধ হয়ে যায়। আর বন্ধের পর থেকেই কারখানায় লুঠপাট শুরু করে দুষ্কৃতীরা।
Barrackpore: বরানগরে বন্ধ বেঙ্গল ইমিউনিটি কারখানায় আগুন
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর