Breaking News

ঘোলায় আগুনে ভস্মীভূত চারটে দোকান

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: ঘোলায় আগুনে ভস্মীভূত চারটে দোকান barrackpore-four-shops-were-destroyed-by-fire-in-ghola-westbengal-india-howrah-eiyugসোমবার বিকেলে সোদপুর বারাসাত রোডের ওপর ঘোলা থানার ঠিক উল্টো দিকে চারটে দোকানে লাগলো ভয়াবহ আগুন লাগে । এলাকার মানুষজন এবং ঘোলা থানার পুলিশ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তারপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি। দমকল অধিকারিক আর এন হালদার জানান, দোকানের পাশে পড়ে থাকা শুকনো পাতায় কোনওক্রমে আগুন লাগে। সেই আগুন দোকানগুলোতে ছড়িয়ে পড়েছিল। তবে খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শী শিবু সাহা জানান, প্রথমে একটা দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় চারটে দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।