টিটাগড় ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শুক্রবার টিটাগড় থানার সামনে ব্যস্ততম বিটি রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিল বিজেপির ব্যারাকপুর জেলার মহিলা মোর্চা ও হিন্দু জাগরণ মঞ্চ। অভিযোগ, পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ বেধে যায়। পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপরর আক্রমনের অভিযোগে ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক রোহিত সাউ-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। যদিও শনিবার রোহিত-সহ চারজন ব্যারাকপুর আদালত থেকে জামিন পায়। সন্ধেয় ব্যারাকপুর বিশেষ সংশোধনাগার থেকে রোহিত সাউ বেরোতেই আনন্দে মাতলেন দলীয় কর্মীরা। রোহিতকে মালা ও উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করিয়ে তারা অভিনন্দন জানালেন। ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারের সামনে হাজির ছিলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, উত্তর ২৪ পরগনা যুব মোর্চার কো-কনভেনার বুবাই ঘোষ ও যুব নেতা কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা দিলেন রোহিত সাউ। বিজেপির রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী বলেন, অত্যাচারী তৃণমূল সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Barrackpore: জেল থেকে মুক্তি পেতেই হিন্দু জাগরণ মঞ্চের লড়াকু নেতা রোহিত সাউকে নিয়ে উন্মাদনা তুঙ্গে দলীয় কর্মীদের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper