রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এই অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ব্যারাকপুরে ধিক্কার মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এদিন ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কালিয়ানিবাস ত্রিকোণ পার্ক মোড়ে মিছিল শেষ হয়। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় পুরপিতা সম্রাট তপাদার। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে সম্রাট বলেন, গদ্দার অধিকারী জননেতা অভিষেকের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। তারই বিরুদ্ধে এই ধিক্কার মিছিল।
Barrackpore TMC: অভিষেকের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল ব্যারাকপুরে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর