নৈহাটিতে ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। আহত আরেকজন। শুক্রবার বিকেলের ঘটনা। মৃতের নাম জয়দেব মন্ডল ( ৩৮)। তাঁর বাড়ি নৈহাটি পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কেওড়াপাড়ায়। পেশায় তিনি রিকশা চালক ছিলেন। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় নৈহাটিতে। প্রশাসনের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে পুরসভার সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাস্থলে নৈহাটি থানায় আইসি এসে অবরোধ তোলার চেষ্টা করেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি বিক্ষোভকারীরা। অবশেষে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসে বুঝিয়ে অবরোধ তুলে দেয়। রাস্তা অবরোধ উঠে গেলে তারা পুরসভার ভেতরে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, গঙ্গার ঘাটের কাছে একটি লাইট পোষ্টের বাক্স খোলা ছিল। সেখান থেকে ঝুলতে থাকা তারে বিদ্যুৎপিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পুত্র ইন্দ্রজিৎ মন্ডলের অভিযোগ, ইলেকট্রিক শক খেয়ে বাবা একঘন্টা জলে পড়েছিল। ঘাটে জলপুলিশ থাকা সত্ত্বেও বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। প্রশাসনের গাফিলতিতেই বাবার মৃত্যু হয়েছে।
Naihati Barrackpore: নৈহাটিতে ঠাকুর বিসর্জনে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের, আহত আরেকজন
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper