Breaking News

Belur Math: বেলুড় মঠের দুর্গা পূজা

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Belur Math: বেলুড় মঠের দুর্গা পূজা শুরু হয়ে গেল বেলুড় মঠের দুর্গা পূজা। আজ মহাষষ্ঠীর পূন্য লগ্নে ভোরবেলায় মণ্ডপে হচ্ছে নারায়ণ পূজা এবং ষষ্ঠীর কল্পারম্ভ। দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলায় । সকাল সাতটা থেকে দশটা এবং সন্ধ্যায় ৬:২০ মিনিটে হবে মহাষষ্ঠী পূজা।করোনা পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত এবং দর্শকের আসা শুরু হয়েছে বেলুড় মঠের দেবী দর্শনে l

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।