দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লক প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত এক কর্মসূচীতে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের বসত জমির পাট্টা। পাশাপাশি পাঁচ জনকে স্বাস্থ্যসাথী কার্ড ও পাঁচজনকে লক্ষীর ভান্ডার প্রকল্পের সংশাপত্র তুলে দেওয়া হয়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাট্টা প্রাপকদের এবং স্বাস্থ্যসাথী কার্ড ও লক্ষীর ভান্ডার প্রকল্প প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন। কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন কুমার ঘোষ, মহকুমা পরিষদের সংযুক্ত কার্যনির্বাহী আধিকারিক প্রেম কুমার বরদেওয়া, মহকুমাশাসক প্রিয়াঙ্কা সরকার সহ অন্যান্যরা।
Siliguri: বাংলা আবাস যোজনার উপভোক্তাদের প্রদান করা হলো জমির পাট্টা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি