বাংলায় জঙ্গলরাজ চলছে। বুধবার বিকেলে ভাটপাড়ার প্রেমচাঁদনগরে বিস্ফোরণ স্থল পরিদর্শন করে এমনটাই বললেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সামনে পঞ্চায়েত ভোট। তাই ওরা বোমা-গুলি মজুত করছে। আর বোমা মজুতের বলি হচ্ছেন সাধারণ মানুষ। ফাল্গুনী পাত্রের অভিযোগ, পুলিশ দুষ্কৃতীদের সুরক্ষা দিচ্ছে। তার ফলে দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ছে। টাকা কামাই ঘিরে তৃণমূলের গোষ্ঠী কাজিয়া তুঙ্গে বলে এদিন দাবি করলেন বিজেপি নেত্রী। বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র ছাড়াও ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মন্ডল, ভাটপাড়া মন্ডল-১ ও ২ সভাপতি যথাক্রমে প্ৰদ্যুত ঘোষ ও গোপাল সাউ, যুব নেতা বিশ্বজিৎ অধিকারী, অখিলেশ সিং-সহ অন্যান্য নেতৃত্বে প্রথমে বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন। তারপর বিজেপির প্রতিনিধি দল নিহত ও আহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।
Phalguni Patra: বাংলায় জঙ্গলরাজ চলছে বললেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর