শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Bhumi Pednekar-Panipuri: রাজধানীর ফুচকায় মজলেন বলি অভিনেত্রী , ভিডিও ভাইরাল

সিনে দুনিয়ার তারকাদের ইচ্ছে মতো নাকি খাওয়া দওয়া করার নানা সমস্যা। বেশিরভাগ সময়ই তাঁদের কড়া ডায়েটে থাকতে হয় । বিশেষ করে বলি নায়িকারা নিজেদের আকর্ষণীয় ফিগার বজায় রাখতে জিমে যেমন কসরত করেন তেমনই খাওয়া দাওয়াতেও মেনে চলেন ডায়েটিশিয়ানের কড়া নির্দেশিকা। কিন্তু এবার সেই সকল নিয়ম ভেঙে একেবারে ডয়েট ভুলে জমিয়ে জাঙ্ক ফুটের মজা নিলেন বলি অভিনেত্রী ভূমি পেডনেকর। রাজধানীর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা-চাটের মজা নিলেন ” দম লাগাকে হাইসা”- এর নায়িকা। দিল্লির চাট-ফুচকা যে অন্যান্য জায়গার থেকে একটু বেশিই স্পেশাল সে কথা কিন্তু আমরা সকলেই জানি। তাই রুপোলি দুনিয়ার নায়িকা ভূমি পেডনেকর নিজের লোভ সম্বরণ করতে পারেন নি। রাস্তার ওপর দাঁড়িয়েই মজা করে জমিয়ে ফুচকা খেলেন ভূমি।একটা সময় ছিল যখন নায়িকার  শরীরের অতিরিক্ত মেদ ঝড়ানোই ছিল তাঁর জীবনের মূল মন্ত্র। কিন্তু তাঁর অভিনয় দক্ষতা তাঁর লুক বা বডি ফ্যাটকে যেন এক তুড়িতে উড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে বলা বাহুল্য যে, মাত্র ৪ মাসে ২১ কেজি ওজন কমিয়ে রুপোলি পর্দার আদর্শ নায়িকা হয়ে উঠেছেন ভূমি । তবে সে সব তো এখন অতীত। আপাতত নেটদুনিয়ায় ভাইরাল ভূমির  ফুচকা-চাটের ভিডিও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।