বীরভূমের অন্যান্য থানা গুলির অপেক্ষায় রামপুরহাট থানার পুলিশ যথেষ্ট অতি সক্রিয়তার নিদর্শন রাখল এদিনও। ঘটনায় প্রকাশ রামপুরহাট থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করলো,। রামপুরহাট থানার পুলিশ বীরভূমের রামপুরহাটের ঝনঝনিয়া ব্রিজের কাছে বাইকে করে যাচ্ছিল সেই সময়ই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে টহলরত পুলিশের গাড়ি হাতে নাতে পাকড়াও করলো দুই দুষ্কৃতিকে। যাদের নাম সন্দীপ ডোম ও সাদেক সেখ ।পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা যখন ওই ব্রিজের মধ্যে বাইক নিয়ে যাচ্ছিল সেই সময়ই টহলরত পুলিশের গাড়ি তাদেরকে ধরে ফেলে । ধৃতদের কাছ থেকে একটি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। কি কারনে এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা যাচ্ছিল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কি করত সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ ।ধৃতদের নাম সন্দীপ ডোম বাড়ি রামপুরহাট থানার রোদিপুর গ্রামে ।অন্যজন সাদেক শেখ যে রামপুরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।অস্ত্রসহ ধৃত দুজনকে মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
Birbhum: বীরভূমের রামপুরহাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী, এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper