Breaking News

Birbhum: শিশু দিবস ও আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন বীরভূমে

রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম

Birbhum: শিশু দিবস ও আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন বীরভূমে 

birbhum-childrens-day-and-international-child-rights-week-celebrated-in-birbhum-west-bengal-india-ei-yugশিশু দিবস এবং আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন শুরু হয়েছে ১৪ নভেম্বর থেকে। এই কর্মসূচি চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হলো। এদিন সকালবেলায় বীরভূম জেলা প্রশাসন ভবন থেকে একটি পদযাত্রা বের হয় এবং সেই পদযাত্রা পৌঁছায় রবীন্দ্রসদন পর্যন্ত। এরপর মূল অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রসদনে এবং সেখানে নানান সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো স্কুল ছুট দূর করা এবং অল্প বয়সে ছেলেমেয়েদের বিয়ে বন্ধ করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।