বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাই ভোল্টেজ বৈঠকের দিকে তাকিয়ে জেলার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। হাই ভোল্টেজ বৈঠক রয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার। যেখানে বীরভূমের ১০ জন বিধায়ক এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। বৈঠক হবে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে। এই বৈঠক ঘিরে কোনরকম রদ বদল হয় কিনা তার দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কারণ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর থেকেই জল্পনা চলছে একাধিক পরিবর্তন নিয়ে। মনে করা হচ্ছে এই পরিবর্তন হয়তো আগামীকাল অর্থাৎ শুক্রবারই হয়ে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠকের পর।
Birbhum: শুক্রবার বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বীরভূমের তৃণমূল নেতৃত্বের, বৈঠকের দিকে তাকিয়ে জেলার তৃণমূল কর্মী সমর্থকরা
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম