প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (BJP) নয় বছরের সুশাসনের পরিপ্রেক্ষিতে বুধবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার জেলা ভিত্তিক সাংগঠনিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী, বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক, বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও সহ জেলা নেতৃত্ব ও জেলা মোর্চার পদাধিকারীগন এবং মন্ডল নেতৃত্ব। জেলা সভাপতি জানান সভায় সাংগঠনিক আলোচনা হয়েছে।
BJP Alipurduar: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের সুশাসনের পরিপ্রেক্ষিতে বিজেপির সাংগঠনিক সভা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার