ভাটপাড়ার প্রেমচাঁদনগরে বোমা বিস্ফোরণে বালকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। এদিন বিকেলে টেলিফোন এক্সচেঞ্জ মোড় থেকে মিছিল শুরু করে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া থানার সামনে জমায়েত হন বিজেপির কর্মী-সমর্থকরা। তারপর থানার সামনে তারা আধ ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ শেষে তারা থানার অধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। বিক্ষোভকারীদের দাবি, বোমা লুকিয়ে রাখার ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ভাটপাড়ায় শান্তি বজায় রাখতে হবে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মন্ডল, মহিলা নেত্রী পম্পা রায়, ভাটপাড়া-২ মন্ডল সভাপতি গোপাল সাউ, যুব নেতা বিশ্বজিৎ অধিকারী প্রমুখ। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র বলেন, বাংলা বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে আছে। ভাটপাড়ায় গুলি-বোমাবাজির ঘটনা ঘটেই চলেছে। বোমা ফেটে বালকের মৃত্যুর ঘটনায় মাথা-কে না ধরে একটি ১৯ বছরের ছেলেকে পাকড়াও করেছে। ফাল্গুনী দেবীর দাবি, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদের আন্দোলন জারি থাকবে। অপরদিকে যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বলেন, বল ভেবে খেলতে গেলে নিরীহ এক বালকের প্রাণ চলে গেল। এখানে সাধারণ মানুষ সুরক্ষিত নন। দুষ্কৃতীদের জায়গা যাতে জেল হয়, প্রশাসনকে সেই ব্যবস্থা করতে হবে। তাছাড়া সুরক্ষিত ভাটপাড়া গড়ে তুলতে হবে।
Barrackpore: ভাটপাড়ায় বোমা বিষ্ফোরনে বালকের মৃত্যুর প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর