Breaking News

BJP jalpaiguri: উত্তরে উদ্বাস্তু ও মাতুয়া সভায় বিজেপি বিধায়ক অসীম সরকার 

রিপোর্ট : দেবব্রত সেন, এই যুগ, জলপাইগুড়ি

আগামীকালই (BJP) জলপাইগুড়ি তিস্তার ওপারের বেশ কিছু উদ্বাস্তু ও মাতুয়া সভায় যোগ দিয়েছিলেন হরিনঘাটার বিধায়ক কবি অসীম সরকার। (BJP)বিজেপি সূত্রে খবর আগামী দিনে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আজ গাজোলডোবার আর একটি উদ্বাস্তু অনুষ্ঠানে যোগদেন কবিগায়ক বিধায়ক অসীমবাবু ।BJP jalpaiguri: উত্তরে উদ্বাস্তু ও মাতুয়া সভায় বিজেপি বিধায়ক অসীম সরকার 

পঞ্চায়েত ভোটকে পাখির চোখে রেখে এগোচ্ছে বিজেপি। আগামী ইলেকশন গুলি বিজেপি কোর ইশু করতে চলেছে সিএএকে নিয়ে, তাই উদ্বাস্তু উদ্বেগকে শান দিচ্ছে বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে । এদিনের সভায় উপস্থিত ছিল বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়, হরিনঘাটার বিধায়ক সুখ্যাত কবিগায়ক অসীম সরকার, জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী সহ জেলা মণ্ডলের নেতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।