সদ্য রাজ্যে ২০২৩ পঞ্চায়েত নির্বাচন হয়েছে (BJP)। রাজ্যের একাধিক পঞ্চায়েত জিতেছে শাসকদল। (BJP)রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলগুলো । পঞ্চায়েত ভোটের নামে প্রহসন করেছে মমতা সরকার ।শাসকদল তৃণমূল কে ভোট লুটে সাহায্য করেছে রাজ্যের পুলিশ প্রশাসন । এমনই অভিযোগ এনে বুধবার ভোট জালিয়াতির প্রতিবাদে কলকাতার কলেজ স্কোয়ারে মিছিল করলো রাজ্য বিজেপি নেতৃত্ব।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল,রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ , বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ , বিজেপি নেতা রাহুল সিনহা , রুদ্রনীল ঘোষ সহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। এদিনের মিছিলে কলকাতার রাজপথে ফের একবার রাজ্য বিজেপির নেতা কর্মীদের প্রতিবাদের উত্তাপ দেখা যায় ।
BJP KOLKATA: পঞ্চায়েত ভোট জালিয়াতির প্রতিবাদে বিজেপির মিছিল কলকাতায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper