Breaking News

BJYM Dana: দানা মোকাবেলায় নাগরিকদের পাশে থাকার জন্য বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

BJYM Dana: দানা মোকাবেলায় নাগরিকদের পাশে থাকার জন্য বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুমআজ রাতে থেকে (Dana)ভোরের ভিতর ল্যান্ডফল‌ হবার কথা ঘূর্ণিঝড় “দানা” । রাজ্যের উপর দিয়ে ওড়িশায় দানা‌ র আগমন কে ঘিরে মোকাবেলায় প্রস্তুত রাজ্যের পাশাপাশি ওড়িশা সরকার ও । রাজ্য সরকার এর পাশাপাশি সাইক্লোন দানা মোকাবিলায় নাগরিকদের পাশে থাকার বার্তা নিয়ে প্রস্তুত রাজ্য বিজেপিও । ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে প্রদেশ কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্য দপ্তরে। সেখান থেকে জেলাভিত্তিক পরিস্থিতি সরাসরি মনিটর করছেন রাজ্য বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।