শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

HOWRAH: বন্ধ হয়ে গেল সরকারি প্রকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি ইউনিট

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

HOWRAH: বন্ধ হয়ে গেল সরকারি প্রকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি ইউনিটমাত্র দেড় বছর (HOWRAH) চলার পর বন্ধ হয়ে গেল সরকারি প্রকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি ইউনিট। (HOWRAH)পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজ্য সরকার” সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট” প্রকল্প শুরু করে। পচনশীল, অপচনশীল এবং পরিবেশের ক্ষতিকারক- এই তিন ধরনের বর্জ্যকে বাড়ি বাড়ি গিয়ে তুলে এনে তা নির্দিষ্ট পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করে পচনশীল বর্জ্য থেকে সার উৎপাদন এবং অপচনশীল ও পরিবেশের ক্ষতিকারক উপাদান গুলোকে নির্দিষ্ট উপায়ে বিনষ্ট করাই এর উদ্দেশ্য।

সেইমতো রাজ্যের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কে একটি করে “সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট” প্রকল্প দেওয়া হয়। কিন্তু সরকারি এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে হাওড়ার শ্যামপুর ২ নম্বর ব্লকের বাছরী গ্রাম পঞ্চায়েতে। আর এই মুখ থুবড়ে পড়ার কারন হিসেবে সরকারি পলিসিকেই দায়ী করেছেন উপপ্রধান শ্যামসুন্দর মেটে।তিনি জানান এই প্রকল্প দেড় বছর ধরে চললেও বর্জ্য নিষ্কাশনের জন্য যে তিনটি টোটো ভ্যান নেওয়া হয়েছিল তার ব্যাটারিগুলো খারাপ হয়ে গিয়েছে এবং ভ্যান রিপিয়ারিং এর জন্য মোট দেড় লক্ষ টাকার বেশি খরচ হতে পারে।

পাশাপাশি কর্মীদের মাইনাও রয়েছে। সরকার তৈরী সার ও কিনে নিচ্ছে না। বিষাক্ত পলিথিন টুকরো করার মেসিন পাওয়া যায় নি।এই পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে দুর্বল বাছরি গ্রাম পঞ্চায়েতের প্রকল্পটি বন্ধ থাকায় গ্রামের বিভিন্ন জায়গায় জমছে আবর্জনা। লোকসভা ভোটের প্রাক্কালে এটিকে স্থানীয় প্রচারে আনতে চাইছে তৃণমূল বিরোধী দলগুলি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।