বুধবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচির অঙ্গ হিসেবে “নগরে একদিন “, (Didir Suraksha Kawach)কর্মসূচির ধুপগুড়ির পৌরসভা এর মধ্যমনি হলেন মন্ত্রী বুলু চিক বড়াইক। (Didir Suraksha Kawach) প্রথমে ধুপগুড়ি পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মহামায়া কালীমন্দিরে পুজো ও আশির্বাদ প্রার্থনা করেন মন্ত্রী সহ নেতৃত্ব।
৮নং ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যাতে মানুষ ভালোভাবে পরিসেবা পাচ্ছে কিনা সে বিষয়ে কথা বলেন বিএমওএইচ এর সাথে। এবিএসটিসি ধুপগুড়িতে পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বিনিময় করেন মন্ত্রী। মধ্যাহ্নে ভোজ সারেন দলীয় কর্মী ও জনসাধারণের সঙ্গে। বলেন এইভাবে নিবিড় সম্পর্কের দানা বাধে। স্থানীয় সমস্যা গুলি নিয়ে জনগনের কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। বিকেলে রথের মাঠে জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। সন্ধ্যার কর্মীদের নিয়ে কর্মী সভা করেন। কর্মীদের বলেন, আমরা সকলে দিদির দূত, দিদির সৈনিক! আর এই দিদির দূত হিসবে প্রত্যেক বাড়িতে যাবেন এবং সরকারি পরিসেবা গুলি পাচ্ছেন কি না সে বিষয়ে অবহিত করবেন। উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি ও ব্লক নেতৃত্ব।